(করোনাভাইরাস রোগ (কডিড-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাব ও ক্রমশঃ তা বৃদ্ধি পাওয়ায় এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্নেবর্ণিত নীতিমালা প্রণয়ন করা হলো:
ক । সকল খেলোয়াড়কে কোডিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সনদধারী হতে হবে।
খ । সকলকে মাস্ক পরিধান করতে হবে।
গ । সকল ক্যাডি, বলবয় এবং গলফ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগনকেও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সনদধারী হতে হবে ।
ঘ । পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে শুধুমাত্র টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়গন অংশগ্রহন করতে পারবেন।
ঙ । সকল ক্ষেত্রে সামাজিক নুরুত্ব বজায় রাখতে হবে।
চ । রেস্টুরেন্ট ও ক্যান্টিন পরিচালনার ক্ষেত্রে ৫০% আসন বিন্যাস নিশ্চিত করতে হবে।
ছ । করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সকল বিষয়াদি নিশ্চিত সাপেক্ষে জিমনেসিয়াম এবং সুইমিংপুলের কার্যক্রম চালু থাকবে।